আবারো জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে উঠেছেন বলে ভুয়া সংবাদ ছড়িয়েছে। এমন সংবাদে বিস্মিত মাশরাফি এরকম ভুয়া সংবাদ না বিশ্বাস করতে ভক্তদের আহ্বান জানিয়েছেন।
“আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে, দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো।
ইনশাআল্লাহ আগামীকাল (আজ রবিবার) আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবে। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে (সামাজিক যোগাযোগের মাধ্যমে) জানিয়ে দেব। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।”
এর আগে ৩০ জুন দ্বিতীয়বারের মতো নমুনা পরীক্ষায় মাশরাফির শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। প্রথমবারের মত ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষার নমুনা জমা দেন মাশরাফি। এর পরের দিন বিকালে তার করোনা পজিটিভ ফলাফল আসে বলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন তিনি।
এরপর থেকে ঢাকার নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন মাশরাফি। তবে তার শারীরিক অবস্থা নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে ভুল খবর প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে পাল্টা জবাবও দিতে হচ্ছে সাবেক এই টাইগার দলপতি