বিজ্ঞাপন
পাকিস্তানে কবর থেকে জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ৩০ বছর বয়সের ওই ব্যক্তির নাম আহমেদ নেওয়াজ। সম্প্রতি দেশটির পঞ্জাব প্রদেশের তান্ডলিয়ানওয়ালার একটি কবরস্থানে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আর্তনাদ শুনে লোকজন গিয়ে আহমেদ নেওয়াজকে ওই কবর থেকে উদ্ধার করে। পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে নিউজ এইট্টিন।
ওই খবরে বলা হয়, কাছের একজনের মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে ওই কবরস্থানে গিয়েছিলেন আহমেদ নেওয়াজ। এ সময় হঠাৎ করে কবরে ধস নামে। এতে করে ওই কবরে মাটিচাপা পড়েন তিনি। এ সময় জ্ঞান হারিয়ে ফেলেন আহমেদ।
এর কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকেন আহমেদ নেওয়াজ। এ সময় তার আর্তনাদ শুনে আশপাশে থাকা লোকজন ছুটে আসেন। এরপর ওই কবরের মাটি খুঁড়ে তাকে উদ্ধার করেন তারা।
আপনার মন্তব্য লিখুন