অবশেষে আলোচিত-সমালোচিত হিরো আলমের সাথে ঢাকাই ছবির নায়ক জায়েদ খানের দ্বন্দ্বের অবসান ঘটেছে। আর এতে মধ্যস্থতা করেছেন আরেক নায়ক অনন্ত জলিল।
সম্প্রতি অনন্ত তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ছবি আপলোড করছেন। সেখানে দেখা যায় এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কার্যালয়ে হিরো আলম, জায়েদ, অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষাকে একসঙ্গে দেখা যায়।
ছবিটি পোস্ট করে অনন্ত লিখেছেন, ‘নাথিং ইজ ইম্পসিবল’।
এরআগে, শাহরিয়ার নাজিম জয়ের এক অনুষ্ঠানে হিরো আলম কে চিনি না বলে মন্তব্য করেছিলেন জায়েদ খান। আর এতেই চটে যান হিরো আলম।
সে অনুষ্ঠানে জায়েদ খান বলেন ‘হিরো আলম নামে আমরা কাউকে চিনি না। আমরা হিরো বলতে চিনি নায়করাজ রাজ্জাক, হিরো বলতে চিনি আলমগীর সাহেবকে… হিরো আলম নামে কাউকে চিনি না।’
জায়েদ খানের এমন মন্তব্যের জেরে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে অভিযোগও করেন হিরো আলম। একইসাথে এমন বক্তব্যের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়া হলে মানহানির মামলা করারও হুমকি দেন।
Nothing is Impossible 👍 – Ananta
Gepostet von Ananta CIP am Samstag, 11. Juli 2020
আপনার মন্তব্য লিখুন