প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) ভুয়া টেস্ট রিপোর্ট দেয়ার জন্য আরো একটি বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করেছে র্যাব। রাজধানীর ডেমরায় এসএইচএস হেলথ কেয়ার হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করে দেয়া হয়।
এ বিষয়ে পলাশ কুমার বসু বলেন, ‘প্রতিষ্ঠানের মালিক সাখাওয়াত হোসেন সুমনকে দুই লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ ছিল না। এছাড়াও প্রতিষ্ঠানটির মেডিকেল টেকনোলজিস্ট অসিম মণ্ডল ও ফার্মাসিস্ট কাকন মিয়াকে জরিমানা করা হয়।’
তিনি আরো বলেন, ‘নিজেকে একজন চিকিৎসক হিসেবে দাবি করেছেন সুমন। কিন্তু অভিযান চলাকালে নিজের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। তার প্রতিষ্ঠানে কর্মরত এক চিকিৎসকের সাহায্যে তিনি নকল করোনাভাইরাস টেস্ট রিপোর্ট তৈরি করতেন।’
র্যাবের এই ম্যাজিস্ট্রেট আরো জানান, প্রতিষ্ঠানটিতে খুবই নোংরা পরিবেশ বিরাজমান। উপযুক্ত সরঞ্জাম ছাড়াই আইসিইউইয়ের কাজ চালানো হচ্ছিল।
প্রসঙ্গত, এর আগে করোনার ভুয়া টেস্ট রিপোর্ট দেয়ার কারণে রাজধানীর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালটির মালিক প্রতারক মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করার জন্য তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে একই অভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসাইনের গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর ১৩ জুলাই, সোমবার দুপুরে আদালতে পুলিশের পক্ষ থেকে তাকে চার দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।