বিজ্ঞাপন
সুঅভিনেত্রী জয়া আহসান নিজ দক্ষতায় দুই বাংলায়ই প্রতিষ্ঠিত। কাজের স্বীকৃতিস্বরূপ মিলেছে অসংখ্য পুরস্কারও। এবার টালিউডের ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয়ের জন্য আরেকটি পালক যুক্ত হলো তার সাফল্যের মুকুটে।
ভারতের হ্যালো নামে একটি প্রতিষ্ঠান ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডে ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করেছে জয়া আহসানকে।
প্রথমবারের মতো এ পুরস্কার পেয়ে আপ্লুত জয়া বলেন, ‘প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। সম্মানিত জুরি ও আমার কাজের প্রতি যারা আস্থা রেখে এই সম্মাননা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
নিজের ফেসবুক পেইজে জয়া আহসান আরো লিখেন, ‘কণ্ঠের রোমিলা চরিত্রটি আমার হৃদয়ের খুব কাছের। পুরস্কারটি পেয়ে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’
শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের যৌথ পরিচালনায় নির্মিত ‘কণ্ঠ’ সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পায় গত বছরের ১০ মে। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে দেখা যায় সিনেমাটি।