বেতনের দাবিতে আন্দোলনরত অবস্থায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ায় ৪১ অভিবাসী শ্রমিককে আটক করেছে মালদ্বীপ। এদের অধিকাংশই বাংলাদেশি শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভে বাংলাদেশি ছাড়াও ভারত ও ইন্দোনেশিয়ান শ্রমিকরাও ছিলেন।
জানা গেছে, ৬০০ শতাধিক বিদেশি শ্রমিক ওই প্রতিষ্ঠানটিকে কাজ করেন। এরমধ্যে প্রায় ৫০০ জন বাংলাদেশি। বাকিদের মধ্যে ভারতীয় ১০০ জন ও ইন্দোনেশিয়ার অন্তত ৫০ জন রয়েছেন।
গত সাত মাস ধরে এই প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন দিচ্ছে না। বকেয়া বেতন দেয়ার দাবিতে প্রতিষ্ঠানের কর্মীরা ৭ জুলাই ও ২৫ জুন বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছিলেন। এক সপ্তাহ আগে শ্রমিকরা বকেয়া বেতন না পেলে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারিও দেন। তখন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বিরোধ ও হাতাহাতি হয়। ওই ঘটনায় অন্তত ১৫ বাংলাদেশি পুলিশের হাতে আটক হন
প্রবাসী সূত্র জানায়, গতকাল স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঘটনায় সূত্রপাত হয়। বেতনের দাবিতে আইল্যান্ড এক্সপার্ট লিমিটেডের শ্রমিকরা রাস্তায় নামলে পুলিশ তাদের সরিয়ে দিতে যায়। এসময় শ্রমিকরা প্রতিবাদ করে ও পুলিশের ওপর ইট-পাটকেল ছুঁড়ে। বেশ কিছু গাড়িও ভাঙচুর করেন আন্দোলনকারীআ
দ্য এডিশন নামের স্থানীয় এক গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা পুলিশের গাড়িও ভাঙচুর করেনে। স্থানীয় সময় সকাল ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে ৪১ বিদেশি শ্রমিককে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।