নভেল করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় লকডাউন উঠে গেছে তাসমান সাগরের পাড়ের দেশ নিউজিল্যান্ডে। সম্প্রতি লকডাউন তুলে দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। দেশটিতে জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এর প্রেক্ষিতে তাদের মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। বিষয়টি গতকাল ১৩ জুলাই, সোমবার বিবৃতিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
বিবৃতিতে জানানো হয়, চলতি সপ্তাহেই অনুশীলন শুরু করবে সাউথ আইল্যান্ড এবং ওয়েলিংটনভিত্তিক ব্ল্যাকক্যাপস এবং হোয়াইট ফার্নস। তাদের অনুশীলন হবে কেন্টারবুরি হাবে।
১৯ জুলাই থেকে পরবর্তী ধাপে মাউন্ট মঙ্গানুইয়ের বে-ওভালে দ্বিতীয় বৃহৎ অনুশীলন শুরু হবে বলেও এতে বলা হয়।
তবে গতকালই ব্যক্তিগতভাবে অনুশীলনে ফিরেছেন টম ল্যাথাম, হেনরি নিকোলস ও ম্যাট হেনরির মতো কিউই তারকারা।
এখন পর্যন্ত নিউজিল্যান্ডে মোট ১ হাজার ৫৪৫ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২২ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে ১ হাজার ৪৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো চিকিৎসাধীন আছেন মাত্র ২৫ জন করোনারোগী।