সারা বিশ্বে চলছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের মারণনৃত্য। দিনে ৪-৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে কোভিড-১৯ নামের ভাইরাসটি। একই সাথে গত ক’দিন ধরে প্রতিদিন অন্তত পক্ষে নতুন করে প্রায় দুই লাখ মানুষ এতে আক্রান্ত হচ্ছেন। এবার যুক্তরাজ্যের জন্য ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা।
তবে এ মডেল তৈরিতে সম্ভাব্য লকডাউন, ভ্যাকসিন কিংবা এর প্রতিরোধমূলক চিকিৎসাকে বিবেচনায় নেওয়া হয়নি। এতে বলা হয়, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পরিস্থিতি বেশি খারাপ রূপ ধারণ করতে পারে।
তবে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হলে করোনাভাইরাসের কারণে সৃষ্ট জীবনের ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে বলেও মত দিয়েছেন বিজ্ঞানীরা।
নতুন এই গবেষণায় তারা জানান, শীতকালে করোনাভাইরাস দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। ওই মৌসুমে মানুষ যখন ঘরেই বেশি সময় কাটাবে তখন এর সংক্রমণ আরো বেশি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০ হাজার ১৩৩ জন। এদের মধ্যে ৪৪ হাজার ৮৩০ জন এখন ইতোমধ্যে মারা গেছেন, যা বৈশ্বিক হিসেবে তৃতীয় সর্বোচ্চ। বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ও গুরুতর অবস্থায় থাকা রোগীদের সংখ্যা দেয়া বন্ধ করে দিয়েছে দেশটি।