বিজ্ঞাপন
উন্মোচনের দিন যত এগিয়ে আসছে ততই একের পর এক নতুন তথ্য উঠে আসছে অ্যাপলের আইফোন ১২ সম্পর্কে। কিছুদিন আগেই জানা গিয়েছিল আইফোন ১২ এর সাথে এয়ারপডস ও চার্জার না দেওয়া হতে পারে। এছাড়াও মনে করা হচ্ছিলো এই ফোনটি কোম্পানি কিছুটা সস্তায় বাজারে আনতে পারে। যদি এমনি আশায় থাকেন সস্তায় আইফোন ১২ কেনার তাহলে নতুন একটি রিপোর্টে আপনি হতাশ হবেন। এই রিপোর্টে আইফোন ১২ এর দাম জানানো হয়েছে।
MacRumors এর অ্যানালিস্ট Jeff Pu জানিয়েছেন, অ্যাপল এর নতুন ফোন আইফোন ১২ এর দাম গতবছরে উন্মোচন আইফোন ১১ এর থেকে ৫০ ডলার বেশি হতে পারে। তিনি জানান আইফোন ১২ এর ৫.৪ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৪৯ ডলার। যেখানে আইফোন ১১ এর দাম ছিল ৬৯৯ ডলার
রিপোর্টে আরও দাবি করা হয়েছে আইফোন ১২ এর ৬.১ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৯৯ ডলার বা ৮৪৯ ডলার। ফাইভজি এবং ওএলইডি ডিসপ্লে দেওয়ার কারণেই আইফোন ১২ এর দাম বাড়বে।
আপনার মন্তব্য লিখুন