বিজ্ঞাপন
আলোচিত জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. ডা. সাবরিনা শারমিন হুসাইনের বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তারের পর আজ ১৪ জুলাই, মঙ্গলবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।
আজ সকালে ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলাটির অধিক তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তাই ডা. সাবরিনাকে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে।’ এজন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গতকাল রাতেই মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ায় গতকাল ডা. সাবরিনা শারমিন হুসাইনকে আদালতে নেয়ার পর চার দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম মো. শাহিনুর রহমান।