নায়ক হিসেবে বক্স অফিস কাঁপালেও কিন্তু কবিতা যে অন্য কিছু এবার তা হাড়ে হাড়ে টের পেলেন টালিউডের সুপারস্টার দেব। কবিতা লিখে রীতিমত অনলাইন দুনিয়ায় হাসির পাত্র হলেন দেব। তার কবিতা নিয়ে ট্রল করছেন অনেকেই।
সেখানে তিনি লিখেন, ‘আমার কবিতার প্রতি নিজের ভালোবাসার কথা জানাচ্ছিলাম। অমনি দেব বলল সেও নাকি মন থেকে একজন কবি! আর পাঁচ মিনিট পর দেখুন আমাকে কী পাঠাল! বলল এটা নাকি ও লিখেছে। আমার আর কিছু বললবার নেই। আমি শুধু দুনিয়াকে জানাতে চাই দেখুন ওঁর বন্ধুদের কোন অবস্থার মধ্যে ফেলে ও।’
দেব যে কবিতাটি লিখেন তার যে ইংরেজি রূপ শেয়ার করেন রুক্মিনী তার বাংলা অনুবাদ করলে যা দাঁড়ায়, তা হল :
“একটা গাছ ছিল। একটা উদ্ভিদ ছিল।
গাছ উদ্ভিদকে জিজ্ঞেস করল, ‘তুমি কেমন আছো?’
উদ্ভিদটি জবাব দিল, ‘আমি ঠিক আছি, তুমি কেমন?”
এখানেই শেষ হয়েছে কবিতাটি। আর রুক্মিনী তার প্রিয়জনের এমন ‘দারুণ কবিতা’ শেয়ার করার পরই অনলাইনে হাস্যরসের জোয়ার বয়ে যায়। সাধারণ ভক্ত থেকে শুরু করে দেব-রুক্মিনীর বন্ধু-বান্ধবরাও যোগ দেন সেই হাস্যরসে।
আপনার মন্তব্য লিখুন