মানবদেহ একটা যন্ত্রের মতো। জ্বালানী ছাড়া যেমন কোনো যন্ত্রই চলে না, তেমনি খাদ্য গ্রহণ না করলে মানুষও শরীরে বল পায় না। এই দুটিই আবার উপজাত হিসেবে কিছু ত্যাগও বলা হয় বর্জ্য। আর মানুষের ক্ষেত্রে তা বলা হয় মলমূত্র। যা সকলেই ঘেন্না করে। কিন্তু এই মলের রঙই বলে দিবে আপনার শরীরে থাকা রোগের কথা।
বিশেষ করে কোলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার রোগ ধরতে এই পদ্ধতি খুবেই কাজে দেয়। ব্রিটেনের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীরা এই তথ্য জানান। দেশটিতে বেশি মানুষ কোলন ক্যান্সারে আক্রান্ত। বিশেষ করে ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিগদের এই ক্যান্সার বেশি হয়। এমন খবর প্রকাশ করেছে নিউজ এইট্টিন।
এ বিষয়ে বিজ্ঞানীরা জানান, প্রতিদিন মলত্যাগ করার সময় অন্তত একবার মলের রঙ দেখা উচিত। আর তা না করলে হয়তো অজান্তেই মরণব্যাধি বাসা বাঁধতে পারে। আর লক্ষণ বুঝতে দেরি হলে চিকিৎসা শুরু করতেও দেরি হতে পারে। এতে করে বেড়ে যায় ঝুঁকি।
চিকিৎসকরা আরো জানান, কোনো দিন যদি মলের সঙ্গে রক্ত বের হলে, দেরি না করে দ্রুতই চিকিৎসকের কাছে যেতে হবে। বিশেষ করে ওই রক্তের রঙ যদি গাঢ় হলে বিপদের সম্ভবনা বেশি। সেক্ষেত্রে মলের রঙও গাঢ় কালচেও হয়।
পাইলস রোগ হলে মলের সঙ্গে বাদামি রঙের রক্ত বের হয়। মূলত কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও এই ধরনের রোগ হয়ে থাকে।
এ বিষয়ে চিকিৎসকরা জানান, মলের রং যদি আলকাতরার মতো হয় বা গাঢ় বাদামি হলে বিষয়টি উদ্বেগের। এ নিয়ে হেলা-ফেলা করা যাবে না। এটা ক্যান্সার রোগের লক্ষণ। আর কোলনে ক্যান্সার হলে খাওয়ার সময় তলপেটে ব্যথা করে।
আপনার মন্তব্য লিখুন