রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদকে খুঁজে পেতে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটের মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এছাড়া সীমান্তেও রাখা হয়েছে কড়া নজরদারি।
এদিকে সোমবার সারা দিনরাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার বিভিন্ন রিসোর্ট ও সীমান্ত এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
মৌলভীবাজারের চাতালপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এস এম আব্দুল আহাদ বলেন, ‘অপরাধী যেই হোক সরকারি কর্মকর্তা এবং দেশের একজন নাগরিক হিসেবে চাইবো সে যেন পালাতে পারে না নজর এড়িয়ে।’
উত্তরা ডিসি নাবিদ কামাল শৈবাল বলেন, ‘বিশেষ টিম বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। যাতে পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা নিয়েছি। আশাকেরি তাকে গ্রেপ্তারে সক্ষম হবো।’
সোমবার সন্ধ্যায় শাহেদের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রিসোর্টগুলোতে কড়া নজরদারি রাখা হয়েছে।