রিজেন্ট হাসপাতালের বহুল আলোচিত প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তারের পর ঢাকার উত্তরার একটি ভবনে তাকে নিয়ে অভিযান চালাচ্ছে র্যাব। এর আগে তাকে র্যাব সদর দপ্তরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
তাকে গ্রেপ্তারের পর এই ফ্লাটটির হদিস পান র্যাব কর্মকর্তারা। তবে এটি সাহেদের মালিকানাধীন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে এক সপ্তাহ ধরে পলাতক থাকার পর সাহেদ আজ ১৫ জুলাই, বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকায় র্যাবের হাতে ধরা পড়েন। এরপর সকাল ৮টা ১০ মিনিটের দিকে তাকে নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় হেলিকপ্টার।
সকাল ৯টার দিকে ঢাকার তেজগাঁওয়ের পুরান বিমানবন্দরে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। সেখান থেকে সরাসরি সাহেদকে উত্তরায় র্যাব সদর দপ্তরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।