চট্টগ্রাম বন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৫ জুলাই, বুধবার বিকেল চারটার দিকে বন্দরের পণ্য রাখার ৩ নম্বর শেডে এই অগ্নিকাণ্ড ঘটে। বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ গাড়িসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিটের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
এ বিষয়ে ওমর ফারুক বলেন, ‘৩ নম্বর শেডে হঠাৎ করে আগুন লেগেছে। খবর পেয়ে বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণকারী গাড়ি ছাড়াও ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড স্টেশন থেকে নয়টি ইউনিটের ১২টি গাড়ি এসেছে। বন্দর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরো জানান, ওই শেডে নিলামযোগ্য কেমিক্যাল, ফেব্রিক্স, কাগজপত্রসহ বিভিন্ন ধরনের দাহ্য পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। তবে দেড় ঘন্টা পর আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।’
শেডের কাছে জেটিতে থাকা দুইটি জাহাজ নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলেও চট্টগ্রাম বন্দরের এই সচিব।