কোনো বাংলাদেশি করোনা নেগেটিভের ভুয়া সার্টিফিকেট নিয়ে ইতালি যাননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৬ জুলাই, বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইতালিতে কিছু প্রবাসী বাংলাদেশির করোনা শনাক্তকরণ বিষয়ে গণমাধ্যমের খবরের পর এই বিজ্ঞপ্তিতে দেয় মন্ত্রণালয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইতালি যাওয়া প্রায় ১ হাজার ৬শ বাংলাদেশি করোনার নেগেটিভের জাল সার্টিফিকেট নিয়ে যাননি। তাদের মধ্যে কিছু যাত্রী নিজ উদ্যোগে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যান, প্রয়োজনের কথা ভেবে। কিন্তু ইতালি সরকার সে দেশে ভ্রমণের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট বহন করার কোনো শর্ত এখনো দেয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ভাগ্যবশত ইতালি যাওয়া কিছু বাংলাদেশি সেখানে বাধ্যতামূলক কোয়ান্টিন নিয়ম অনুসরণ করেননি। সম্ভবত তাদের মধ্যেই কিছু সংখ্যকের মাধ্যমে ভাইরাসটি বাংলাদেশি কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়ে থাকতে পারে।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে ইতালির লাজিও অঞ্চলে বসবাসরত প্রায় ৫ হাজার বাংলাদেশির করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৫৫ জন করোনা শনাক্ত হয়েছেন। গত রবিবার রোমে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে ইতালি সরকার লাজিও অঞ্চলে বসবাসরত প্রায় ৩০ হাজার বাংলাদেশির করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়।
এদিকে বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালির সরকার। ওই নিষেধাজ্ঞায় বলা হয়, ১২টি দেশের পাশাপাশি বাংলাদেশে থেকেও আগামী ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত রেখেছে ইতালি।
বাংলা/এনএস