সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর নামে সন্ত্রাসীদের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি গেনেদি গাতিলভ এই মন্তব্য করেন। এজন্যই তারা ত্রাণ পাঠাতে সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করছে না বলেও জানান তিনি।
সম্প্রতি রুশ গণমাধ্যম ইজভেস্তিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন বলে জানায় পার্সটুডে।
এ বিষয়ে গেনেদি গাতিলভ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ায় ত্রাণ পাঠানোর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে সমন্বয় করছে। কারণ ত্রাণের নামে যাতে করে সন্ত্রাসীদের কাছে অস্ত্র পাঠানো যায়।
এছাড়াও সিরিয়া সরকারের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র নিন্দাও জানান গাতিলভ। তিনি বলেন, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির জনগণের জীবিকাকে টার্গেট করেছে।
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৮ সালে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নির্মূলের মধ্যদিয়ে তার অবসান হয়। তবে এখনো কিছু জঙ্গি গোষ্ঠী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অবস্থান করছে। তবে এই সব জঙ্গি গোষ্ঠীর পিছনে বিদেশি শক্তি কাজ করছে বলে দাবি করে আসছে সিরিয়ার সরকার।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন