বিজ্ঞাপন
মাদারীপুরের কালকিনি এলাকার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ১৫০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর খাদ্য-বান্ধব কর্মসুচির আত্মসাৎকৃত উদ্ধার করা চাল আদালতের নির্দেশনা মতে উপজেলার ডাসার থানা পুলিশের উদ্যোগে তা বিতরণ করা হয়।
১৫ জুলাই, বৃহস্পতিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাল বিতরনী অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়।
সম্প্রতি নবগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম বিশ্বাসের বাড়ি থেকে আত্মসাৎকৃত ওই চাল উদ্ধার করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (ডি.এস.বি) চাই লাউ, ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মমরাজ হোসেন কুদ্দুস প্রমুখ।