প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই মারা গেছেন। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই। ১৭ জুলাই, শুক্রবার রাত পৌনে ২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ও তার ছোট ভাই নমুনা পরীক্ষা করান। এ পরীক্ষায় তিনি করোনা শনাক্ত হলে তিনদিন হোম আইসোলেশনে থাকেন। এরপর ৫ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন তিনি।
এর আগে তার ছেলে সাইফ মোহাম্মদ ফারাবীরও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে হোম আইসোলেশনে থেকেই সুস্থ্ হয়ে ওঠেন তিনি।
প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৪৯৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন।
১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।