১৭ জুলাই, শুক্রবার অনলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর সেখানেই নির্ধারণ হতে পারে আইপিএল’র ভাগ্য। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
ওই প্রতিবেদনে বলা হয়, টুর্নামেন্টের পরিকল্পনাসহ মোট এগারোটা বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে ঘরোয়া ক্রিকেটের সূচি নির্ধারণ থেকে শুরু করে ইংল্যান্ড সিরিজের সূচি নতুন করে ঠিক করা হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আইপিএল।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, অস্ট্রেলিয়ায় আবার লকডাউন শুরু হয়েছে। ফলে আইসিসি’র বিশ্বকাপ বাতিল করা সময়ের অপেক্ষা মাত্র। সূচি অনুযায়ী, আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু সেটা বাতিল হয়ে গেলে সেপ্টেম্বর মাসের শেষে হবে আইপিএল। তবে সেটা কোথায় হবে, দেশে না বিদেশে তা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে।
প্রথম দিকে দেশে করার কথা ভাবা হলেও যে ভাবে ভারতের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায়, আইপিএল বিদেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বোর্ডের অনেক কর্মকর্তা জানান, সংযুক্ত আরব আমিরতে কিংবা শ্রীলঙ্কায় আইপিএল নিয়ে যাওয়াই যায়। কিন্তু তাতে খরচ অনেকটা বাড়বে। এদিকে ভারতের পরিস্থিতিও সেপ্টেম্বর মাস নাগাদ কী দাঁড়াবে, কেউ জানে না।
এমন পরিস্থিতিতে আইপিএল শেষ পর্যন্ত কোথায় হবে তা এই মুহূর্তে বলা কঠিন। কারণ প্রতি মিনিটে পরিস্থিতি পাল্টাচ্ছে। কিন্তু বিকল্প পরিকল্পনা তৈরি করে রাখা হবে। যাতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ একবার বাতিল করে দিলে সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়া যায়।
আপনার মন্তব্য লিখুন