প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। ১৬ জুলাই, বৃহস্পতিবার রাতে জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. আজিজুর রহমান জানান, সাংসদের শরীরে করোনা উপসর্গ থাকায় গত মঙ্গলবার তিনি নমুনা দেন। বৃহস্পতিবার রাতে তার পজেটিভ রিপোর্ট আসে।
তিনি আরো জানান, সাংসদের শরীরে করোনার উপসর্গ থাকায় তাকে ঢাকায় গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এমপির ভাই সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার জানান, কয়েক দিন ধরে ঠান্ডা কাশি ও জ্বরে ভুগছিলেন সাংসদ। শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার নমুনা দেয়া হয়েছিল।
প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৪৯৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন।
১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।