প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে বলে জানায় রাশিয়া, যা বিশ্বে প্রথম। এবার চূড়ান্ত পরীক্ষাগুলোও অন্য দেশগুলোর তুলনায় রাশিয়াই আগে সম্পন্ন করতে পারে বলে জানিয়েছেন একজন বিশেষজ্ঞ।
রাশিয়ার বিনিয়োগ তহবিলের প্রধান ক্যারিল দিমিত্রিভ বলেন, ‘আমরা বিশ্বাস করি যে রাশিয়া সম্ভবত অন্যান্য দেশের চেয়ে দ্রুত করোনাভাইরাস টিকার তৃতীয় বা চূড়ান্ত ধাপের পরীক্ষাটি সম্পন্ন করবে।’ আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যেই এই ভ্যাকসিনটি অনুমোদন পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে দেশটির সংবাদমাধ্যম স্পুটনিক জানায়, দেশটির গামালেই ইন্সটিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। এটিকেই বিশ্বে প্রথম কোন করোনা ভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়াল বলে দাবি করেছে দেশটির সেচেনভ বিশ্ববিদ্যালয়। এ টিকাটি মানবদেহের জন্য সম্পূর্ণ নিরাপদ বলেও জানান গবেষকরা।
ইনস্টিটিউট অব ট্রান্সন্যাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি’র ডিরেক্টর ভাদিম তারাসোভ জানিয়েছেন, এক দল স্বেচ্ছাসেবকের ওপর এই পরীক্ষা চালানো হয়েছে।
তিনি বলেন, ‘ক্লিনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রথম দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হতে পারে। আর দ্বিতীয় দলটি আগামী ২০ জুলাই বাড়িতে ফিরতে পারবেন।’
আপনার মন্তব্য লিখুন