ডিবি সদস্য পরিচয়ে পর্যটকের ব্যাগে ইয়াবা ঢুকিয়ে ফাঁসাতে গিয়ে ধরা পড়েছেন শাহীন আলম নামে এক যুবক। ১৭ জুলাই, শুক্রবার নাটোর সদর উপজেলার উত্তরা গণভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুয়া ডিবি পরিচয়দানকারী শাহীন শহরের ফুলবাগান এলাকার বাসিন্দা।
পুলিশ ও হয়রানির শিকার যুবকরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের লক্ষীপুর ভাটাপাড়া যুব সংঘের ১৪ সদস্য সাতটি মোটরসাইকেলে উত্তরা গণভবনের সামনে দিয়ে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে যাচ্ছিলেন। এ সময় বহরের পেছনে একা থাকা সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দিপনের মোটরসাইকেলের গতিরোধ করেন শাহীন আলম। তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে জামিলের ব্যাগ তল্লাশি শুরু করেন।
এক সময় শাহীন তার কাছে থাকা ইয়াবা জামিলের ব্যাগে ঢুকিয়ে দেন। জামিল ঘটনার প্রতিবাদ জানিয়ে তার অন্য সঙ্গীদের ফোন দেন। তারা ঘটনাস্থলে এসে ৯৯৯- এ ফোন দিলে নাটোর সদর থানার পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে ঘটনা বুখতে পেরে পুলিশ শাহীনকে আটক করে।
নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, ‘অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আপনার মন্তব্য লিখুন