সাম্প্রতিক সময়ে যেন দেশের গানে সুন্দর কথার আকাল চলছে। ‘আমি-তুমি’র বাইরেই বেরোতে পারছেন না গীতিকাররা। এমন অবস্থায় গানের ভালো কথার খুঁজে আয়োজন করা হচ্ছে প্রতিযোগিতার।
সিলন চা’র সৌজন্যে ‘গানের লিরিক প্রতিযোগিতা’ নামের এই আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করবেন নকীব খান, কবির বকুল ও বাপ্পা মজুমদার।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, আবেগ ভাষা হয়ে ধরা দেয় না সবার কাছে। আমরা সেই লেখককে খুঁজছি।
তাদের কাছ থেকে জানা গেছে, নিজের লেখা গানের কথা আগামী ১০ আগস্ট পর্যন্ত পাঠাতে পারবেন আগ্রহীরা। পাঠানো গীতিকবিতাগুলো থেকে সেরা ১০ জনকে বাছাই করবেন বিচারকরা। এই প্রতিযোগিতায় সেরা ১০টি গানের রচয়িতাকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে।
আর নির্বাচিত লিরিকগুলোকে দেশের খ্যাতনামা সুরকারেরা গানে রূপ দেবেন। সেই গানের সাথে ভিডিওও নির্মাণ করা হবে।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় শুধু নিজের লেখা প্রেমের গানের নতুন লিরিক নিয়ে অংশগ্রহণ করা যাবে। তবে পেশাদার গীতিকারেরা এতে অংশ নিতে পারবেন না। শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের জন্য এ প্রতিযোগিতাটিতে একজন প্রতিযোগী একাধিক লিরিকও পাঠাতে পারবেন।
যদি মনে করেন, গানের ভালো কথা রচনা করতে পারেন আপনি তবে দেরি না করে আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] -এই মেইল ঠিকানায়।
বাংলা/এসএ/