প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর কাল থেকে অনুশীলনে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের বেশকিছু ক্রিকেটাররা। ঘরবন্দির এই সময়ে ব্যক্তি উদ্যোগে অনেক ক্রিকেটার নিজেদের ফিটনেস ঠিক রাখার কাজ চালিয়ে গেছেন নিজ গৃহের মধ্যেই।
তবে এবার বোর্ডের সকল সুযোগ সুবিধার আওতাধীন অনুশীলন করার সুযোগ পাবেন তারা। মিরপুরসহ দেশের বিভিন্ন স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে অনুশীলনের সুযোগ পাচ্ছেন ৯ জন ক্রিকেটার। তাদের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে বিসিবি। প্রত্যেকে এক ঘন্টা করে ইনডোরে ব্যাটিং- বোলিংয়ের পাশাপাশি এক ঘন্টা জিমেও কাটাতে পারবেন।
মিরপুরে অনুশীলন করবে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অনুশীলন করবেন খালেদ আহমেদ ও নাসুম আহমেদ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবেন নাঈম হাসান।