জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলার আসামিকে ধাওয়া করে ধরতে গিয়ে নদীতে ডুবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সহকারী পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। গতকাল ১৮ জুলাই, শনিবার বিকেলে উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।
র্যাব সূত্র জানায়, শনিবার বিকালে উপজেলার বড়মানিক ছোট যমুনা নদীর তীরে কয়েকজনের মাদকসেবনের গোপন সংবাদে সেখানে অভিযানে যায় র্যাবের একটি দল। এসময় তাদের দেখে মাদকসেবীরা পালানোর জন্য নদীতে ঝাঁপ দেয়। এসময় তাদের ধরতে টিম লিডার সাহেদুজ্জামানও নদীতে ঝাঁপ দেন।
চারজনকে নদী থেকে ধরে অন্য র্যাব সদস্যরা উঠে এলেও খোঁজ মিলছিল না সাহেদুজ্জামানের। পরে বেশ কিছুক্ষণ পর নদীর পানিতে তাকে ভাসতে দেখে র্যাবের অন্য সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ।
আপনার মন্তব্য লিখুন