দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা। আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস আসন্ন ঈদে পশু কোরবানি দিনে আগ্রহী। সে জন্য তিনি তার সাবেক স্বামী চিত্রনায়ক সাকিব খানের কাছে টাকা চেয়েছেন বলে জানা গেছে। সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এমন সংবাদ প্রকাশ করেছে বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যম।
তবে বিষয়ে অপু বিশ্বাসের মন্তব্য জানতে পারা যায়নি। বিষয়টি ইতোমধ্যে মিডিয়াপাড়ায় ব্যাপক আলোড়ন তুলেছে।
২০০৮ সালে গোপনে সাকিব খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সনাতন ধর্মাবলম্বী অপু বিশ্বাস। তখন তিনি ইসলাম ধর্মও গ্রহণ করেন বলে জানা যায়। বিষয়টি দীর্ঘদিন গোপনেই ছিল। কিন্তু ২০১৭ সালে অপু দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকলে তাদের সম্পর্ক নিয়ে নানা কানাঘুষা শোনা যায়। এরপর ওই বছর সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর প্রকাশ্যে এসে বিয়ের বিষয়টি ফাঁস করেন অপু।
এ বিষয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন সাকিব খান। পরে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে অপুকে তালাক দেন তিনি। বর্তমানে ছোট্ট জয় আছে মা অপু বিশ্বাসের সাথে। সেই সন্তানের সাথেই এবার কোরবানির ঈদ পালন করতে যাচ্ছেন সাকিব!
আপনার মন্তব্য লিখুন