শুরু হতে যাচ্ছে আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম। আগামী ৯ আগস্ট থেকে অনলাইনে শুরু হচ্ছে ভর্তি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরে গতকাল ১৯ জুলাই, রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণিতে (২০২০-২০২১ শিক্ষাবর্ষে) অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট রবিবার থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে।
শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট http://www.educationboard.gov.bd/ এ যাওয়ার পরামর্শও দেয় মন্ত্রণালয়।
বিজ্ঞাপন