নেপাল সীমান্তে একের পর এক ঝামেলায় পড়ছে ভারত। বিতর্কিত ‘নো মেনসল্যান্ডে’ পিলার বসিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই আবার সেখানে বেড়া দিচ্ছে নেপালিরা।
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চম্পাবত জেলার তানাকপুরের সীমান্তে নেপালিরা এ কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস। এর পেছনে নেপাল সরকারের উস্কানি দেখছে স্থানীয় প্রশাসন।
গত ২২ জুলাই বুধবারই ওই এলাকায় নিজেদের সীমান্ত থেকে ১০ মিটার ভেতরে এসে কাঠের ও কংক্রিটের পিলার বসিয়েছিল নেপালিরা। এরপর নেপালের সীমান্ত রক্ষাকারী আর্মড পুলিশ ফোর্সের সঙ্গে আলোচনায় বসেছিলো ভারতীয় সশস্ত্র সীমা বলের (এসএসবি) কর্মকর্তারা।
নেপালি সীমান্তরক্ষীরা পিলার সরিয়ে নেয়ার আশ্বাস দিলেও উল্টো সেখানে নেপালিরা বেড়া দিচ্ছে বলে এসএসবি’র এক কর্মকর্তা জানিয়েছেন।
এ ঘটনার পর চম্পাবতের জেলা প্রশাসকের পক্ষ থেকে নেপালের কাঞ্চনপুর জেলার মুখ্য জেলা অফিসারের কাছে তীব্র প্রতিবাদ করে বার্তা দেয়া হয়। পুরো বিষয়টি অবহিত করা হয় কাঠমাণ্ডুতে থাকা ভারতীয় দূতাবাসকেও।
আপনার মন্তব্য লিখুন