• বিশ্ববার্তা টিভি
  • মোবাইল অ্যাপ
  • যোগাযোগ
২৯/০৬/২০২২
Barishal Barta
AmraSobai
  • হোম
  • জাতীয় বার্তা
    • জাতীয়
    • ক্রাইম বার্তা
    • ক্যাম্পাস বার্তা
    • পজেটিভ বাংলাদেশ
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • পটুয়াখালী
    • পিরোজপুর
    • ঝালকাঠি
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • দর্শনীয় স্থান
  • বিশ্ববার্তা
  • বিবিধ বার্তা
    • ধর্ম বার্তা
    • অর্থনীতি
    • শোক ও স্মরণ
    • আইন-আদালত
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
No Result
View All Result
  • হোম
  • জাতীয় বার্তা
    • জাতীয়
    • ক্রাইম বার্তা
    • ক্যাম্পাস বার্তা
    • পজেটিভ বাংলাদেশ
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • পটুয়াখালী
    • পিরোজপুর
    • ঝালকাঠি
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • দর্শনীয় স্থান
  • বিশ্ববার্তা
  • বিবিধ বার্তা
    • ধর্ম বার্তা
    • অর্থনীতি
    • শোক ও স্মরণ
    • আইন-আদালত
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
No Result
View All Result
Barishal Barta
No Result
View All Result
  • বিশ্ববার্তা টিভি
  • মোবাইল অ্যাপ
  • যোগাযোগ
বিজ্ঞাপন
হোম বিনোদন বার্তা

অসাধারণ, কিন্তু যোগ্য সম্মান পাননি এই ৫ বলিউড অভিনেতা!

বরিশাল বার্তা ডেস্ক
২০২০/০৭/৩০
ক্যাটাগরি বিনোদন বার্তা
বিজ্ঞাপন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডের মেরুকরণকে আরও স্পষ্ট করে দিয়েছে। এই গোটা ইন্ডাস্ট্রিটাই একটা ব্যবসা এবং এখানে ইনসাইডার-আউটসাইডার পলিসিই চলে বলে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য।

বলিউডের নবীন তারকা সুশান্তের আত্মহত্যার খবরে শিউড়ে উটেছে গোটা দেশ। অভিযোগ উঠেছে, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড়দের প্রভাব এবং তাঁদের প্রভাবশালী তকমার জোর। মাসের পর মাস ধরে সোশ্যাল মিডিয়ায় #বয়কট বলিউড, #ডোন্ট ওয়াচ স্টার কিডস ফিল্ম– এ জাতীয় স্লোগান ট্রেন্ডিং। অবসাদ না কাজের অভাব, দুইয়ের সাঁড়াশি চাপেই কি মাত্র ৩৪-এ ফুরিয়ে গেলেন প্রতিভাবান অভিনেতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হন্যে পুলিশ থেকে অভিনেতার ফ্যানেরা।

বংশপরম্পরায় যাঁরা ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত অথবা যাঁদের মাথার উপর ‘মেন্টর’ রয়েছেন, তাঁরাই কেবল বলিউডে ভালো কাজের সুযোগ পান বলে অভিযোগ উঠতে শুরু করেছে। আর এই অভিযোগ যে একেবারেই ফেলনা নয়, তার প্রমাণও রয়েছেন বেশ কিছু অভিনেতা। বছরের পর বছর নিজেদের প্রমাণ করে গেলেও, কখনওই বলিউডের ‘ফেভারিট’ হয়ে উঠতে পারেননি তাঁরা। তবে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন প্রচুর। তালিকায় দেখে নিন, কারা রয়েছেন…

বিজয় রাজ

সেই কবে থেকে বলিউডের নানা ধরনের চরিত্রে অভিনয় করছেন বিজয় রাজ। অনেকেই নতুন ছবি মুক্তি পেলে তাতে বিজয় রাজ থাকলে বাড়তি উৎসাহ দেখান। কিন্তু বলিউড কখনওই এই অভিনেতাকে ফেভারিট করে তোলেনি। নাটকের প্রতি ভালোবাসা থেকে বলিউডে প্রবেশ বিজয় রাজের। তবে দীর্ঘ সময় তাঁকে শুধুমাত্র কৌতুকাভিনেতার চরিত্রেই বেঁধে রেখেছিল বলিউড। ন্যাশনাল স্কুল অব ড্রামায় তাঁর অভিনয় দেখে অত্যন্ত খুশি হন নাসিরুদ্দিন শাহ। তিনিই পরিচালকদের কাছে তাঁর হয়ে সুপারিশ করেন। ১৯৯৯ সালে ভোপাল এক্সপ্রেস ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন বিজয়। তার পর যুবা, ডেলি বেলি, রঘু রোমিয়ো, দিল্লি-৬, পটাখা, গাল্লি বয়, ড্রিম গার্ল-এর মতো ছবিতে নায়কদেরও টেক্কা দিয়েছেন তিনি। কিন্তু বলিউডে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিতই থেকে গিয়েছেন বরাবর।

আরশাদ ওয়ারসি

ei samay

মুন্নাভাই আর সার্কিটের যুগলবন্দি রাতারাতি আকাশছোঁয়া জনপ্রিয়তা এনে দিয়েছিল আরশাদ ওয়ারসিকে। কাবুল এক্সপ্রেস, ইশকিয়া, জলি এলএলবি ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। কিন্তু বলিউড তাঁকে বেঁধে রাখে কৌতুকাভিনেতা হিসেবেই। তাই গোলমাল সিরিজ ছাড়া সম্প্রতি কোনও বড় বাজেটের ছবিতে দেখা যায়নি তাঁকে। বাধ্য হয়ে সম্প্রতি ওয়েব সিরিজে ঝুঁকেছেন তিনি। আর শুরুতেই সেখানে ছক্কা হাঁকিয়েছেন আরশাদ। তাঁর অভিনীত অসুর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

রণদীপ হুডা

ei samay

রণদীপ হুডার নাম এই তালিকায় অবশ্যই থাকার কথা। সাম্প্রতিক একটি উদাহরণ দিলে সেটি আরও স্পষ্ট হয়ে ওঠে। ২০০১ সালে মীরা নায়ারের মনসুন ওয়েডিং ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রণদীপ। দীর্ঘ দু’দশকে সাহেব বিবি অউর গ্যাংস্টার, ম্যায় অউর চার্লস, হাইওয়ে এবং সরবজিৎ-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করলেও, আজও বলিউডের প্রথম সারিতে জায়গা হয়নি তাঁর। ২০১৬ থেকে প্রায় দু’বছর ধরে ‘ব্যাটল অব সারাগড়ী’ ছবির জন্য নিজেকে তৈরি করছিলেন রণদীপ। হাবিলদার ইশার সিংয়ের চরিত্রে নিজেকে গড়ে নিতে মার্শাল আর্টও শেখেন। দাড়িও বাড়ান। ইশার সিংহের চরিত্রে রণদীপের ফার্স্টলুকও প্রকাশ করে দেন পরিচালক রাজকুমার সন্তোষী। কিন্তু প্রভাব ও প্রতিপত্তি খাটিয়ে রণদীপের সমস্ত চেষ্টায় জল ঢেলে দেন করণ জোহর। ২০১৮ সালে অক্ষয়কুমারকে নিয়ে ওই একই প্রেক্ষাপটে ‘কেশরী’ ছবির ঘোষণা করেন তিনি। যে ইশার সিংহের চরিত্রে অভিনয়ের কথা ছিল রণদীপের, ওই একই চরিত্রে অভিনয় করেন অক্ষয়। ছবিতে তাঁর লুকও ছিল হুবহু রণদীপের মতো। রণদীপের ছবিটির মুক্তি আটকে যায়।

জিমি শেরগিল

ei samay

বরাবরই চকোলেট হিরো হিসেবে দারুণ জনপ্রিয়। তবে নিজের লুকের দিকে না গিয়ে ছকভাঙা অভিনয়ও করেছেন জিমি শেরগিল। তবে বলিউড তাঁকে যোগ্য সম্মান দেয়নি। রণদীপের মতোই বরাবর বলিউডের প্রথম সারি থেকে বরাবরই ব্রাত্য জিমি শেরগিল। ১৯৯৬ সালে গুলজার পরিচালিত মাচিস ছবির মাধ্যমে বলিউডে পা রাখে জিমি। ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। তার পর মহব্বতে, মুন্নাভাই এমবিবিএস, ইয়াহাঁ, আ ওয়েডনেসডে, তনু ওয়েডস মনু-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন জিমি। কিন্তু সুযোগ সেভাবে আসেনি। পরে বিরক্ত হয়ে পঞ্জাবি ছবিতেও কাজ করেছেন জিমি। বলিউড তাঁকে পার্শ্বচরিত্রেও সুযোগ দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছে।

দিব্যা দত্ত

ei samay

সম্প্রতি বরুণ ধাওয়ানের ‘বদলাপুর’ ছবিতে নজর কেড়েছিলেন দিব্যা দত্ত। অসাধারণ অভিনেত্রী বললেও কম বলা হবে। কিন্তু বলিউডে সেই ভাবে কোনও সুযোগই পান না তিনি। শুরুতেই কয়েকটা ছবি করে সুযোগ পেয়েছিলেন সলমান খানের নায়িকা হওয়ার। বীরগতি ছবিতে সলমানের নায়িকা ছিলেন দিব্যা দত্ত। কিন্তু সময় যত এগিয়েছে, ততই নায়িকা থেকে পার্শ্বনায়িকার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন দিব্যা। দীর্ঘ কেরিয়ারে বীর-জারা, দিল্লি-৬, ভাগ মিলখা ভাগ-এর মতো ছবিতে অভিনয়ের জাত চিনিয়েছেন তিনি। ২০১৮ সালে ইরাদা ছবির জন্য জাতীয় পুরস্কারও পান দিব্যা। এ ছাড়াও, হলিউডেও কাজ করেছেন দিব্যা। কিন্তু বলিউড পার্শ্বচরিত্রেই বেঁধে রেখেছে তাঁকে।

বিজ্ঞাপন
শেয়ার করুন10শেয়ার করুন

পুনম পান্ডের সেক্স ও পর্নো কেলেঙ্কারি!

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Barishal Barta বরিশাল বার্তা

Sponsor by AmraSobai

প্রকাশক ও সম্পাদক - এইচ.এম.বায়েজিদ বোস্তামী

  • পরিচিতি
  • নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ

অনুসরণ করুন

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বিশ্ববার্তা
  • স্বাস্থ্য বার্তা
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • দর্শনীয় স্থান
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • ঝালকাঠি
    • পটুয়াখালী
    • পিরোজপুর
  • অন্যান্য জেলার সংবাদ
  • অন্যান্য বার্তা
    • ধর্ম বার্তা
    • ব্যতিক্রমী বার্তা
    • আইন-আদালত
    • অর্থনীতি
    • শোক ও স্মরণ
    • সোশ্যাল মিডিয়া
    • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ডাইনলোড নিউজ এন্ড্রয়েড অ্যাপ

Sponsor by AmraSobai