নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে পৃথিবীর সবকিছুই যেন উলটপালট হয়ে গেছে। ইতোমধ্যে বহু ধরনের নিয়ম-কানুন বদলে গেছে। ক্রীড়া দুনিয়াও এর বাইরে নয়। এরই মধ্যে বহু খেলার নিয়মের পরিবর্তন এসেছে। এবার করোনার কারণে ফুটবল মাঠে বেশ কড়া হতে যাচ্ছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
এফএ’র জারি করা নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, প্রতিপক্ষের কোনো খেলোয়াড় বা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কোনো রেফারির সামনে কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে কাশলে, রেফারি চাইলে তাৎক্ষণিকভাবে ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে পারেন। এই ‘অপরাধ’কে মাঠের মধ্যে অশালীন আচরণের অন্তর্গত হিসেবেই ধরা হবে।
তবে নির্দেশিকায় এ-ও বলা হয়েছে, রেফারি যদি মনে করেন দোষ তেমন গুরুতর নয়, সে ক্ষেত্রে কেবলমাত্র হলুদ কার্ড দেখিয়ে অভিযুক্ত খেলোয়াড়কে সতর্ক করা হবে।
এতে স্পষ্ট করে আরো জানানো হয়েছে, অনিচ্ছাকৃতভাবে যদি কোনো খেলোয়াড় এই ভুল করেন তবে যেন রেফারি তাকে শাস্তি না দেন। এছাড়া খেলোয়ারদের মাঠের যত্রতত্র থুতু না ফেলার ব্যাপারেও রেফারিকেই সতর্ক থাকতে হবে।