আবারো নতুন দল গড়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ ড. মাহাথির মোহাম্মদ। তার নতুন দলের নাম ‘পেজুয়াং’ রাখা হয়েছে, স্থানীয় ভাষায় শব্দটির অর্থ হচ্ছে ‘যোদ্ধা’।
এ বিষয়ে গতকাল ১২ আগস্ট, বুধবার ফেসবুকে একটি পোস্ট দেন মাহাথির মোহাম্মদ। এতে তিনি বলেন, “যদি আপনি অর্থ এবং পদ চান তাহলে অন্য দলে যোগ দিন। তবে যদি আপনি আপনার মর্যাদা এবং অধিকার ফিরে পেতে চান তাহলে ‘পেজুয়াং’কে বেছে নিন।”
আগের সপ্তাহেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেও তখন নাম জানাননি দীর্ঘদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী মাহাথির।
১৯৮১ সাল থেকে দীর্ঘ ২২ বছর সে দেশ শাসনের পর ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি। পরবর্তীতে রাজনীতি থেকে সরে যাওয়ার বহু বছর পর ২০১৬ সালে ‘বারসাতু’ নামে দল গঠন করে ফের আলোচনায় আসেন মাহাথির। পাকাতান হারাপান নামের নতুন জোটের নেতৃত্ব দিয়ে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী হন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই পদ ছেড়ে দেন মাহাথির। এমনকি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে বিরোধের জেরে নিজের গঠিত ‘বারসাতু’ দল থেকেও বহিস্কৃত হন তিনি। এরপরই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি।