বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে কুটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। বলেন, জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসনের জন্মদিনের কেক না কাটার সিদ্ধান্ত জাতিকে স্বস্তি দেবে। এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশ এগিয়ে যাবে।
বিজ্ঞাপন