বছর দুয়েক ধরেই আলোচনায় রয়েছে ‘হ্যাশট্যাগমিটু’ ক্যাম্পেইন। এর মধ্যদিয়ে রূপালী জগতের অন্ধকার দিকটির কথা তুলে ধরছেন খ্যাতিমান তারকারা। তারা জানাচ্ছেন, এই জগতে প্রতিষ্ঠা পাওয়ার পথে পথে কতশত কাঁটা বিছানো। বহু খ্যাতিমান প্রযোজক-পরিচালক এমনকি সহ-অভিনেতাদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন নায়িকারা।
তেমনই এক অভিযোগ গত বছর তুলেছিলেন মার্কিন অভিনেত্রী ও কমেডিয়ান এমি শুমার। তিনি দাবি করেছিলেন, ঘুমন্ত অবস্থায় তার বয়ফ্রেন্ড তাকে ধর্ষণ করেছিলেন। এ বিষয়টি নিয়ে সম্প্রতি পুনরায় কথা বলেন এই অভিনেত্রী।
এমি জানান, সে রাতে তার বয়ফ্রেন্ডের সাথে এক বাড়িতেই ছিলেন তিনি। নানা আলোচনার পর ঘুমিয়ে গিয়েছিলেন এমি। কিন্তু তখনই জীবনের ভয়াবহতম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে। সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে বিশ্বস্তজনই ঘুমের মধ্যে তাকে ধর্ষণ করে! এভাবেই নিজের কৌমার্য হারান বলে দাবি করেন এমি শুমার।
সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি সেই সময় ঘুমোচ্ছিলাম। আর ঘুমনোর সময় আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করা মানে সেটা রেপেরই সমান।’
ওই ঘটনার আগে তিনি কুমারী ছিলেন উল্লেখ করে এমি বলেন, ‘তখন রিলেশনশিপের যেই স্টেজে আমরা ছিলাম এসব (যৌনতা) নিয়ে আমরা কোন কথা বলিনি, কোন আলোচনাও করিনি এই বিষয়ে।’
তিনি আরো বলেন, ‘আমরা সেক্স লাইফে ছিলাম না৷ সাধারণত যে কোন জুটি নিজস্ব পরিকল্পনা মতেই এগোয়। আমরা তখন কোনো পরিকল্পনাও করিনি। ও হঠাৎ করে আমার সঙ্গে ঘুমের মধ্যেই এরকম করে বসল।’
সেই অভিজ্ঞতায় পাওয়া আঘাতে বেশ ঘাবড়েও যান তিনি। এ প্রসঙ্গে এমির ভাষ্য, ‘আমার যখন ঘুম ভাঙে আমি তখন ভীষণই রেগে যাই, খুব আঘাত পেয়েছিলাম। কখনো ভাবিনি যে যাকে আমি এত বিশ্বাস করি সে কখনো আমার সঙ্গে এরকম কাণ্ড ঘটাবে। তখন বেশ ঘাবড়ে গিয়েছিলাম।’