অনির্ধারিত এক ঝটিকা সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। আজ ১৮ আগস্ট, মঙ্গলবার দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন বলে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে।
ঢাকায় সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে গতকাল সোমবার এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে ভারতের জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
চলতি বছর ঢাকায় এটি তার দ্বিতীয় সফর। এর আগে গত মার্চে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন আগে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা হর্ষবর্ধন শ্রিংলা।
তার সংক্ষিপ্ত সফর সম্পর্কে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন তিনি।
তবে টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়েই ঢাকা সফরে আসছেন শ্রিংলা।
২০১৯ সালে ভারত সফরকালে সর্বশেষ নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) দুই দেশের সম্পর্কে কিছুটা বিরুপ প্রভাব তৈরি করেছে।
এছাড়া পত্রিকাটির প্রতিবেদনে সম্প্রতি বাংলাদেশি পণ্যে চীনের দেয়া শুল্ক ছাড়ের বিষয়টিও উঠে এসেছে।