বরিশালে সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে সংবাদ পত্রের উন্নয়ন এবং সাংবাদিকদের মানোন্নয়নের জন্য মঙ্গলবার বরিশালের রয়েল রেস্তোরাঁয় অর্ধশত সম্পাদক ও প্রকাশকদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে দৈনিক শাহানামার সম্পাদক ও প্রকাশক কাজী আবুল কালাম আজাদকে সভাপতি, আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহামুদকে সাধারণ সম্পাদক এবং প্রবীন সাংবাদিক এস.এম ইকবাল ও নুরুল আলম ফরিদকে উপদেষ্টা করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গোপাল সরকার, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, খলিলুর রহমান, এম লোকমান হোসাইন, মীর্জা রিমন, মুজিব ফয়সাল, শাহীন হাসান, রাইসুল ইসলাম অভি, এম মিরাজ হোসাইন, এম সালাহউদ্দিন, আরিফুর রহমান, কে এম সামসুদোহা, মামুনুর রশীদ নোমানী, কাজী জাহাঙ্গীর হোসেন, মাওলানা ইমরানুল হক, আলাম মিয়া, ফারুক লিটু, রফিকুল ইসলাম, সালেহ টিটু এবং রফিকুল ইসলাম পনু প্রমুখ।
সভায় সংগঠনকে শক্তিশালী করার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে সভায় উপস্থিত সদস্যরা অভিমত ব্যাক্ত করেন। সভায় ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।