অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন আফগান অভিনেত্রী ও পরিচালক সাবা সাহাব। গতকাল ২৫ আগস্ট, মঙ্গলবার দেশটির রাজধানী কাবুলে নিজ গাড়িতে এ হামলার শিকার হন তিনি। এখনো এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। বহু দিন ধরেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল দেশটির মৌলবাদীরা।
জানা গেছে, ৪৪ বছর বয়সী সাবা সাহার একজন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তিনি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন। তিনি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিজেও চলচ্চিত্র নির্মাণ করেন।
পশ্চিম কাবুলে নিজ বাড়ি থেকে গতকাল গাড়ি নিয়ে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিন বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে সাবা সাহারসহ তার দুই দেহরক্ষীও গুলিবিদ্ধ হন।
তবে গাড়িতে থাকা এক শিশু ও গাড়িচালক অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন সাবার স্বামী ইসমাইল জাকি।
তিনি বলেন, ‘আমার স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার পাঁচ মিনিটের মাথায় আমি গুলির শব্দ পাই। দৌড়ে ঘটনাস্থলে গিয়ে আমি তাদের আহত অবস্থায় দেখতে পাই। আমি সাবাকে ডাকলে সে চোখ খুলে আমাকে পেটে গুলি লাগার কথা জানায়।’
পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে পুলিশ হাসাপাতালে নেয়ার পর তার সফল অস্ত্রোপচার হয়েছে বলেও জানান তার স্বামী।