বরিশাল স্থানীয় দৈনিক পল্লিঅঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব মহম্মদ আলী হাওলাদার (৮৫) রোববার (৩০ আগস্ট) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।
নগরীর বাংলা বাজারস্থ বায়তুল মামুর জামে মসজিদে জোহরবাদ প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জানাযার নামাজে অংশ গ্রহন করেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, বিসিসি ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান সাবিদসহ স্থানীয় গণ্যমান্য ও মুসল্লীগণ।
পরে মরহুমের দ্বীতিয় জানাযার নামাজ নিজ এলাকা শহরতলী জাগুয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নিজ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মহম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আছরবাদ অনুষ্ঠিত হয়।
এসময় নামাজে আংশ গ্রহন করেন ইউপি চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহাবুবুর রহমান মধুসহ এলাকা বাসি অংশ গ্রহন করে। পরে তাকে নিজ বাড়ির পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।