এই সময় ডিজিটাল ডেস্ক: একসময় জগৎজোড়া সুখ্যাতি ছিল এই লাস্যময়ীর। আজও তাই। নয়ের দশকে পুরুষ হৃদয়ে ঝড় তুলতেন তিনি। শরীরী আবেদনে টইটম্বুর তণ্বী পামেলা অ্যান্ডারসন ছিলেন ‘প্লেবয়’ ম্যাগাজিনের স্টার। তাঁর প্রচ্ছদ স্বপ্ন দেখাতে বাধ্য করত পুরুষদের। তাঁর ‘বেওয়াচ’ও অনেক পুরুষের হৃদয়ে হিল্লোল তুলেছিল। প্রেমে পড়তে জুড়ি নেই পামেলার। জীবনে কতবার সম্পর্ক ভেঙেছেন, তার পর ফের নতুন সম্পর্ক গড়েছেন ইয়ত্তা নেই ৫৩ বছর বয়সী পামেলা অ্যান্ডারসন।
তবে, এবার প্রেমে পড়লেন তাঁরই ব্যক্তিগত এক দেহরক্ষীর সঙ্গে। ৪০ বছরের এই দেহরক্ষি দু’বছর ধরে মডেল-অভিনেত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। সূত্রের খবর, মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের পরই একসঙ্গে কোয়ারানটিনে ছিলেন পামেলা ও তাঁর দেহরক্ষী। এর পর দু’জনই প্রেমে পড়ে যান। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র আরও খবর, নতুন প্রেম নিয়ে ভীষণ সিরিয়াস পামেলা। বিয়ের কথাও ভাবছেন নতুন প্রেমিকের সঙ্গে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ‘ব্যাটম্যান’ খ্যাত প্রযোজক জন পিটার্সের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পামেলা। কিন্তু সেই বিয়েও টিকল না। ১২ দিন পর ডিভোর্স হয়ে গেল অভিনেত্রীর। এর আগে পাঁচবার ব্যর্থ হয়েছে তাঁর বিয়ে। তাঁর আগে টমি লি এবং কিড রককে বিয়ে করেছিলেন তিনি। সেইগুলি ভেঙে যাওয়ার পর তিন নম্বর বিয়ে করেন পেশাদার পোকার খেলোয়াড় রিক সলোমনকে। সেটাও আবার একবার নয়, দু’বার। সেই সম্পর্ক দানা না বাঁধায় একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান পামেলা। কিন্তু সেই সম্পর্ক পরিণতি পর্যন্ত পৌঁছয়নি। আশির দশকের মাঝামাঝি জন এবং পামেলার মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। পামেলা এর আগে চারটি বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলেন। এটি ছিল তাঁর পঞ্চম বিয়ে। এটি জনেরও পঞ্চম বিয়ে। দু’জনের ঘনিষ্ঠ সকলেই ভেবেছিলেন, এত পুরোনো প্রেম থেকে যখন বিয়ের সিদ্ধান্ত, তখন নিশ্চয়ই এ সম্পর্ক বেশ মজবুত হবে। বিয়ের পর জনও বলেছিলেন, ‘বহু সুন্দরীর সঙ্গেই দেখা হয়েছে। যে কাউকেই বিয়ে করতে পারতাম। কিন্তু তা না করে ৩৫ বছর পামেলার জন্য অপেক্ষা করেছি।’ চলার পথে জন আর পামেলার আর কখনও দেখা হবে না, এমন সম্ভাবনার কথা জানিয়েই তাঁদের বিদায় পরস্পরকে।