জিয়া স্বাধীন বাংলাদেশের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে বঙ্গবন্ধুর কাছে দায়িত্ব হস্তান্তর করেছিলেন বলে মন্তব্য করেছেন এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমেদ। এ ঘটনায ইতিহাস বিকৃত করার অভিযোগ এনে অলি আহমেদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
৭ সেপ্টেম্বর, সোমবার চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ এটি পাঠান। লিগ্যাল নোটিশের বিষয়টি সাংবাকিদের জানান এই আইনজীবী।
এ বিষয়ে ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ বলেন, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তার দেয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। আর তা না করলে পরবর্তীতে অলি আহমেদের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করার কারণে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন