রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে পাঁচজন রোগী নিহতের ঘটনাকে অস্বাভাবিক মৃত্যু উল্লেখ করে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মে) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য তৈরিকৃত আলাদা তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো তাঁবুতে ছড়িয়ে পড়ে এবং সেখানে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন পাঁচজন রোগী মারা যান। তাদের মরদেহগুলো সোয়া ১০টায় উদ্ধার করা হয়। এরপর প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই গুলশান থানায় মামলা করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সিনথিয়া আক্তার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ মামলাটি করেছে। মামলায় এই ঘটনাকে অস্বাভাবিক মৃত্যু উল্লেখ করা হয়েছে।
মামলার পর পাঁচজনের যেই দুইজন কোভিড-১৯ আক্রান্ত নন, তাদের মরদেহগুলো হস্তান্তর করা হয় রাত ২টার পর। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের আগেই তাদের অভিযোগ (যদি থাকে) না শুনেই মামলাটি দায়ের করে তারা।
এদিকে এ ঘটনা তদন্তে সাত সদস্যদের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রতিবেদনটি তারা পুলিশের কাছে জমা দেবেন। পুলিশ প্রতিবেদন অনুযায়ী মামলার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করবে।
আপনার মন্তব্য লিখুন