প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড -১৯) মহামারীর কারণে বন্ধ হয়ে গেছে সব ধরনের খেলা। এই পরিরিস্থিতিতে তিন মাস পরে ১৭ জুন প্রিমিয়ার লিগ আবার শুরু হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ২৮ মে, বৃহস্পতিবার ক্লাবসমূহ শেয়ারহোল্ডারদের সভায় এ বিষয়ে একমত হয়েছেন।
যদিও এটি সাময়িক একটা সিদ্ধান্ত। কারণ ম্যাচ আয়োজনের কোনো পরিকল্পনা শুরু করতে হলে এ সম্পর্কিত সরকারি নির্দেশনা পেলেই তা বাস্তবায়ন করতে হবে। এমন সিদ্ধান্ত অবশ্যই খেলোয়াড় এবং কর্মীদের মনে আশা জাগাতে পারে। দর্শকরাও করোনা থেকে দূরে থেকে তা উপভোগ করতে পারবে।
পরিকল্পনায় বলা হয়, সবকিছু যদি ঠিকঠাক চলতে থাকে তবে মার্চে বন্ধ হওয়া দুটি খেলা পুনরায় শুরুর মাধ্যমে লিগ চালু হবে। অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল এর মধ্যে এ খেলা শুরু হবে। ১৯-২১ জুনের মধ্যে একটা সম্পূর্ণ খেলার সূচি তৈরি হবে।
মৌসুমের বাকি ৯২ টি ম্যাচের সবকটিই প্রথমবারের মতো শনিবার দুপুর তিনটেই শুরু হবে। খেলাগুলো টিভিতে সরাসরি দেখানো হবে। বেশিরভাগ গেমস স্কাই এবং বিটি স্পোর্টে দেখানো হলেও অ্যামাজন এসব খেলা অনলাইনে সম্প্রচার করবে এবং বিবিসিও প্রিমিয়ার লিগের চারটি ম্যাচ সরাসরি দেখাবে।
প্রত্যাশার চেয়ে এক সপ্তাহ আগে ১ আগস্ট শনিবার কাপের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে।
প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বলেন, ‘আজ আমরা ১৭ জুন বুধবার প্রিমিয়ার লিগ আবার শুরু করতে সম্মতি দিয়েছি। তবে এই তারিখটি নিশ্চিত নয় যতক্ষণ না আমরা প্রয়োজনীয় সমস্ত সুরক্ষা ব্যবস্থা পূরণ করছি। কারণ অংশগ্রহণকারী এবং সমর্থকদের স্বাস্থ্য এবং কল্যাণ আমাদের অগ্রাধিকার।যদিও মাঠ থাকবে দর্শকশূন্য। তবে আমরা সব খেলা টিভিতে সম্প্রচার করবো।’
২ আগস্টের আগে লিগ মৌসুম শেষ করার জন্য খেলা চলার পরিকল্পনাটি হবে এমন- শুক্রবার রাত ৮ টায়; শনিবার বেলা ১২.৩০ ও ৩ টা, বিকাল ৫.৩০ ও রাত ৮ টা; রবিবার দুপুর ১২ টা, দুপুর ২ টা, সাড়ে ৪ টা, সন্ধ্যা ৫ টা; সোমবার রাত ৮ টা; মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ও রাত ৮ টা।
বাংলা/এনএস