ব্রিটিশ ন্যাশনাল (বিদেশী), সংক্ষেপে বিএন (ও) পাসপোর্টধারী হংকংয়ের জনগন দেশটির নাগরিকত্ব পেতে সক্ষম হবে। যদি চীন সরকার হংকংয়ে জাতীয় সুরক্ষা আইন কার্যকর করে। ২৮ মে, বৃহস্পতিবার ব্রিটিশ সরকার এমন একটি ঘোষণা দিয়েছে। ফলে হংকংয়ের ব্যাপারে লন্ডনের দীর্ঘকালের নীতিতে নাটকীয় পরিবর্তন সূচিত হলো।
চীনের শীর্ষ আইনসভা, ন্যাশনাল পিপলস কংগ্রেস- প্রাক্তন এই ব্রিটিশ উপনিবেশে ‘জাতীয় সুরক্ষা আইন’ আরোপের সিদ্ধান্তের ঘোষণার দিন ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক র্যাব এবং স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল উক্ত পদক্ষেপের ঘোষণা দেন।
ব্রিটেন এখন এই নিয়ম পরিবর্তন করতে প্রস্তুত উল্লেখ করে ডমিনিক র্যাব বলেন, ‘যদি চীন এই পথ অব্যাহত রাখে এবং এই জাতীয় সুরক্ষা আইন কার্যকর করে। তবে আমরা আমাদের আগের অবস্থানের পরিবর্তন করবো এবং আমরা এই ছয় মাসের সীমাটি সরিয়ে দেব। একই সঙ্গে বিএন (ও) পাসপোর্টধারীদের যুক্তরাজ্যে আসতে, চাকরির জন্য আবেদন করতে এবং পড়াশোনা করার অনুমতি দেব।’
র্যাব সাংবাদিকদের আরো বলেন, ১২ মাসের প্রসারিত এই সময়কাল নিজেই উক্ত পাসপোর্টধারীদের ভবিষ্যতের ব্রিটিশ নাগরিকত্বের পথ তৈরি করবে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে হংকং কে চীনের কাছে হস্তান্তরের আগে সেখানে জন্মগ্রহণকারী হংকং এর নাগরিকদের ব্রিটিশ ন্যাশনাল (বিদেশী) পাসপোর্ট ইস্যু করেছিল। আর বর্তমান বিধি অনুসারে এই পাসপোর্টধারীরা ছয় মাসের জন্য ইউকে যেতে পারেন ভিসা ছাড়াই। তবে কাজ করতে বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন না।
জানা যায়, গত বছরের ডিসেম্বর অবধি প্রায় ৩ লাখ হংকং এর নাগরিকের বিএন (ও) পাসপোর্টধারী।
বাংলা/এনএস