নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা ও ঝিনাইদহে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মো. আশরাফুর রহমান (৫৫) খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আইসোলেন ওয়ার্ডে আজ ৩০ মে, শনিবার সকাল ৭টার দিকে মারা যান। অপরদিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভোর ৪টার দিকে মারা যান জসিম উদ্দিন (৩৫)।
জানা যায়, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আশরাফুর রহমান জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার, ২৮ মে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) ও হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় তাকে ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে মো. আশরাফুর রহমানের মৃত্যু হয় বলে জানান খুমেকের পরিচালক মুন্সী রেজা সেকান্দার।
তিনি আরো জানান, গতকাল শুক্রবার আশরাফুলের নমুনা সংগ্রহ করা হলেও এখনো ফলাফল পাওয়া যায়নি।
অপরদিকে আজ ভোর ৪টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবক মৃত্যুবরণ করেন। তিনি সদর উপজেলার রামনগর গ্রামের শওকত উদ্দিনের ছেলে।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলী জানান, গত ২৭ মে, বুধবার ঠাণ্ডা-কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন জসিম উদ্দিন। করোনা উপসর্গ থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়। আজ ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, তার নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তবে ফলাফল এখনো আসেনি।
বাংলা/এসএ/