গত কয়েক বছরে ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন ‘কাটাপ্পানে বাহুবলি কো কিঁউ মারা?’ দক্ষিণ ভারতীয় সুপারহিট সিনেমা ‘বাহুবলি’র পর এ প্রশ্নটি ছড়িয়ে পড়ে। তবে এই সিনেমাটি যে শুধু ভারতীয়দের মধ্যেই জনপ্রিয় নয়, অন্য দেশেও এর কদর রয়েছে তার প্রমাণ দিতেই যেন টিকটকে ‘বাহুবলি’র সাজে হাজির অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সকলের মতোই গৃহবন্দী ওয়ার্নার অনলাইনে দেখা দিচ্ছেন ভিন্ন ভিন্ন রূপে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের টিকটক’র সহায়তায় একের পর এক ভিডিওতে অভিনয় করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি ‘বাহুবলি’র সাজে নিজের ইনস্টাগ্রামে সিনেমাটির বিখ্যাত সংলাপের সঙ্গেও ঠোঁট মিলিয়েছেন ওয়ার্নার। তার মেয়েও এখানে তার সঙ্গী। বাবা-মেয়ের এই ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রায় দুই মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে ভিডিওটি।
এর আগে ডেভিড ওয়ার্নারকে দেখা গেছে ‘শিলা কি জাওয়ানি’, ‘বাট্টা বোমা’, ‘মুকাবিলা’র মতো জনপ্রিয় ভারতীয় গানের তালে শরীর দুলাতে। এসব ভিডিওতে কখনো কখনো তার সাথে স্ত্রী-কন্যাকেও দেখা যাচ্ছে!
বাংলা/এসএ/