প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামরীতে সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করেছে ভারতের সরকার। এরপরও প্রতিদিনই বাড়ছে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তাই শারীরিক দূরত্বসহ মৃতদের লাশ সৎকারেও নানা নিময় জারি করেছে দেশটির সরকার। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে মৃতদেহের সৎকার করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ওই মৃতদেহের ব্যাগ খুলে সৎকারের কাজ করেছিল তার পরিবার। এই নিয়ম ভাঙার জন্য মৃতের আত্মীয়দের নামে মামলা দায়ের করেছে পুলিশ। ভারতের মহারাষ্ট্রের উল্লাসনগরে এমন ঘটনা ঘটেছে। এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাসনগরের ৪০ বছরের এক মহিলা করোনার উপসর্গ নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ তারিখ তার মৃত্যু হয়। পর তার নমুনা পরীক্ষার জন্য পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে মৃতের পরিবারের লোককে দেহটি ব্যাগ মুড়ে দেয়া হয় এবং তা খুলতে নিষেধও করা হয়। ওই ভাবেই সৎকার করতে বলা হয়। কিন্ত ওই পরিবারটি সে কথায় গুরুত্ব না দিয়ে ব্যাগ খুলে মৃতদেহ বের করে শেষকৃত্যর কাজ সম্পন্ন করেন। এই সৎকার কাজের সময় প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।
এদিকে ২৯ মে, শুক্রবার মৃত নারীর নমুনা পরীক্ষায় রিপোর্টে করোনা পজেটিভ উল্লেখ করা হয়। সঙ্গে সঙ্গে মৃতের পরিবারের লোকদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার উদ্যোগ নেয় স্থানীয় পৌরসভার। এই পরীক্ষাতেও ১৮ জনের শরীরের করোনা শনাক্ত করা হয়।
বর্তমানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর ৫০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন ওই নারীর শেষকৃত্যে অংশ নেয়া বাকি ব্যক্তিদেরও খুঁজছে পুলিশ।
বাংলা/এনএস