ভারতে প্রেম করার অপরাধে এক যুবতী নারীকে শাস্তি দেয়ার অভিযোগ উঠেছে গ্রামরে মাতব্বররা ওই নারীকে প্রকাশ্যে সবার সামনে কান ধরে উঠবস করান তারা।২৯ মে, শুক্রবার মাঝ রাতে ঘাটালের মনসুকা গ্রামপঞ্চায়েত এলাকার কর্ন্দপচক গ্রামের গণ-আদালত বসিয়ে এই শাস্তি দেন মাতব্বরা।
গ্রামের মোড়লরা স্থানীয় মানুষদের উপস্থিতিতেই কান ধরে উঠবস করান। মোড়লদের অভিযোগ, ওই নারী এক বিবাহিত পুরুষের সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে লিপ্ত। ওই শাস্তি থেকে বাদ যায়নি অভিযুক্ত প্রেমিকও। তাকেও ওই গণআদালতে কানধরে উঠবস করানো হয়। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
জানা গেছে, ওই সভার নেতৃত্ব দিয়েছিলেন ইড়পালা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত এক ভারতীয় সেনা সদস্য। এ ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে গেছে। বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ওই এলাকায় এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ সালের ১৫ জুলাই রাতেও ওই গ্রামের পাশের গ্রাম ধসাচাঁদপুরের মোড়লরা একই ভাবে এক নারীকে এবং এক যুবককে গাছে বেঁধে জোর করে বিয়ে দেয়ার ব্যবস্থা করেছিলেন। তা নিয়েও এলাকায় শোরগোল দেখা দেয়। এবারের ঘটনা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।
বাংলা/এনএস