৫-০ গোলের বড় জয়ে বুন্দেসলিগায় শীর্ষস্থান আরো পোক্ত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল ৩০ মে, শনিবার রাতে তারা গুঁড়িয়ে দিয়েছে ফরচুনা ডুসেলডর্ফকে। এই জয়ের মধ্যদিয়ে টানা অষ্টম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বায়ার্ন। আর তিন ম্যাচে জিতলেই এবারের চ্যাম্পিয়ন হয়ে যাবে ব্যাভারিয়ানরা।
ইতোমধ্যে ২৯ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে এবারের বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২৮ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
নিজেদের মাঠে ডুসেলডর্ফের মাথিয়াস জর্গেনসেনের আত্মঘাতী গোলে মাত্র ১৫ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জামিন পাভার্ড। বিরতি শুরুর সামান্য আগে রবার্ট লেভানডোভস্কির মৌসুমের ২৮তম গোলে ৩-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ব্যাভারিয়ানরা।
বিরতির পর খেলা শুরু হওয়ার পাঁচ মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন লেভানডোভস্কি। এটি তার এবারের বুন্দেসলিগায় ২৯তম গোল।
এর ২ মিনিট পরই ম্যাচে ডুসেলডর্ফের জালে পঞ্চমবারের মতো বল জড়ান আলফোনসো দাভিয়েস। আর এতেই বায়ার্নের মাঠে বিধ্বস্ত হয়ে ম্যাচ হারে ফরচুনা ডুসেলডর্ফ।
এই ম্যাচে জোড়া গোল করে রবার্ট লেভানডোভস্কি এগিয়ে যাচ্ছেন বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিকে। যদিও পথটা সহজ নয় মোটেও। বাকি ৩ ম্যাচে তাকে করতে হবে ১২ গোল। কারণ এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোল করে রেকর্ডটা এখনো কিংবদন্তি গার্ড মুলারের ঝুলিতে!
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন