অনিশ্চয়তার দোলাচলে পড়েছে টাইগারদের শ্রীলঙ্কা সফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাহিদা পূরণে শ্রীলঙ্কা সরকারের অনিচ্ছায় সম্ভাব্য তিন টেস্টের সিরিজটি শঙ্কার মুখে পড়েছে।
মূলত নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকারের জারি করা নিয়মের ফেরে পড়তে পারে সম্ভাব্য সফরটি। এ সফর দিয়েই করোনাকালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা দুই দলের।
জুলাই-আগস্টে সিরিজটি হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তা পিছিয়ে অক্টোবর-নভেম্বরে নেয়া হয়। কিন্তু এতেও অনিশ্চয়তা কাটেনি।
জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরে যাওয়া প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সাত দিনের কোয়োরেন্টাইনে রাখতে আগ্রহী। কিন্তু লঙ্কা সরকারের কড়া নির্দেশ, সে দেশে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তিকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
দেশটির স্বাস্থ্য বিভাগের কাছে বিসিবি’র প্রস্তাবের বিষয়টি তুলে ধরেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত আসেনি। যে কারণ সফরটির ভাগ্য ঝুলে গেছে।