বলিউডে অভিনয়ের জন্য প্রস্তুত হৃতিক রোশনের বোন পশমিনা রোশন। তেমনটাই ইঙ্গিত দিয়েছেন পশমিনার ভাই বলিউড অভিনেতা হৃতিক রোশন।
সম্প্রতি সামজিক যোগাযোগ মাধ্যম মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে হৃতিক ভক্তদের সঙ্গে তাঁর বোন পশমিনার পরিচয় করিয়ে দেন।
সেলফিতে ঋত্বিক রোশন ও পশমিনা। ছবি : ইনস্টাগ্রাম থেকে নেয়া।
ঋত্বিক জানান, পশমিনাকে নিয়ে আমি গর্বিত। তার রয়েছে অসাধারণ প্রতিভা। পশমিনা ঘরে ঢুকলে ঘর আলোকিত হয়ে যায়। তাকে বোন হিসেবে পেয়ে স্রস্টার নিকট আমি কৃতজ্ঞ। খুব শিগগির বিশ্বও সেটা জানবে।
জানা যায়, বলিউডের বহুল পরিচিত একটি প্রযোজনা প্রতিষ্ঠান পশমিনাকে নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করছেন। পশমিনা এরই মধ্যে থিয়েটারে অভিনয় করেছেন। এ অভিজ্ঞতাই কাজে লাগাবেন বলিউডে।পশমিনা হৃতিকের চাচা সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে ৷
বাংলা/এনএন